۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
মহম্মদ জামান কিয়ানী
মহম্মদ জামান কিয়ানী

হাওজা / মহম্মদ জামান কিয়ানী(এম.জে.কিয়ানী) ভারতের স্বাধীনতা আন্দোলনে মুক্তিযোদ্ধা ছিলেন।

শহীদ তিতুমীর কারবালা ট্রাস্ট

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মহম্মদ জামান কিয়ানী(এম.জে.কিয়ানী) ভারতের স্বাধীনতা আন্দোলনে মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১লা অক্টোবর ১৯১০ সালে কাশ্মীরের অনন্তনাগে জন্মগ্রহণ করেন। যৌবনে তিনি হকি খেলায় পারদর্শী ছিলেন। ১৯৩৬ সালে ৪ঠা মে বৃটিশ আর্মির ক্যাডেট হকি খেলার সুবাদে পাঞ্জাব রেজিমেন্টে প্রথম ব্যাটলিয়নের লেফটেন্যান্ট হিসেবে উন্নীত হন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মালয় যুদ্ধে তিনি জাপানী সেনাবাহিনীর কাছে যুদ্ধবন্দী হন। ১৯৪২ সালে আজাদ-হিন্দ সরকারের ফৌজ গঠন হলে তিনি নেতাজির জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে আজাদ-হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহন করেন। এবং প্রথম বিভাগের কমান্ডার হিসেবে নিযুক্ত হন। ১৯৪৩ সালে রেঙ্গুন পতনের সময়ে তিনি আজাদ-হিন্দ বাহিনীর নেতৃত্ব দেন। এবং ব্যাংকক পৌছান নেতাজীর সংগে।

১৯৪৫ সালে ২৫শে আগষ্ট সিঙ্গাপুরে আজাদ-হিন্দ সৈন্য সহ বৃটিশদের কাছে আত্মসমর্পণ করেন। এবং ১৯৪৫—১৯৪৬ সাল প্রর্যন্ত ভারতে বৃটিশদের দ্বারা ভয়াবহ নির্যাতন ও অত্যাচারের শিকার হন।

১৯৪৭ সালে দেশভাগের সময়ে তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে চলে যান। ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ কে সমর্থন করলে পাকিস্তানের সরকারের রোষানলে পড়েন। ১৯৮১ সালে ৪ঠা জুন তিনি রাওয়ালপিন্ডিতে ইন্তেকাল করেন।

تبصرہ ارسال

You are replying to: .